#পালসার
#জ্যোতির্বিজ্ঞান
#পদার্থবিজ্ঞান
#poweredbyjakaria
পালসার হলো একধরনের নিউট্রন নক্ষত্র। যেসব ভারী নক্ষত্রের ভর জীবনের শেষ ধাপে ব্ল্যাকহোল তৈরি হওয়ার মতো যথেষ্ট নয়, তারা পরিণত হয় নিউট্রন নক্ষত্রে। এদের মধ্যে কোনো প্রোটন বা ইলেকট্রন থাকে না, থাকে শুধু নিউট্রন। আর সে জন্যই এই নাম। ভর সূর্যের কয়েক গুণ। কিন্তু ঘনত্ব বেশি হওয়ার কারণে আয়তনে হয় পৃথিবীর চেয়েও অনেক ছোট। ব্যাসার্ধ মাত্র ১০ কিলোমিটারের কাছাকাছি।
এদেরই এক রূপ হলো পালসার। শব্দটি আসলে পালসেটিং স্টার কথার সংক্ষেপ। পালসেট (Pulsate) কথার অর্থ হলো স্পন্দিত হওয়া। এরা নিয়মিত বিরতিতে স্পন্দিত হয় বলেই নামটি পাওয়া। চুম্বকত্বও অনেক বেশি। এ ছাড়া নির্গত করে শক্তিশালী তড়িচ্চুম্বকীয় বিকিরণ। নির্গত বেতার তরঙ্গ এদের চারপাশে ঘুরতে থাকে লাইট হাউসের আলোর মতো। এর ফলে এরা খুব সময় মেপে, নিয়মিত বিরতিতে সাধারণত বেতার সংকেত প্রেরণ করতে থাকে।

0 Comments