#শ্বেতবামন
#জ্যোতির্বিজ্ঞান
#physics
#পদার্থবিজ্ঞান
#poweredbyjakaria
মহাকাশে দৃষ্ট এক প্রকার নক্ষত্র। কোনো কোনো লাল দানব তারা (red giant star) অন্তিম দশায় শ্বেত বামন তারায় পরিণত হয়। যদি কোনো নক্ষত্রের মোট ভর সূর্যের ১.৪৪ গুণের সমান বা তার চেয়ে কম হয়, তাহলে ওই নক্ষত্র শ্বেত বামন (white dwarf) তারায় পরিণতি হয়। লাল দানব তারা'র অভ্যন্তরভাগ অতি সঙ্কোচনের কারণে, যখন এর আভ্যন্তরীণ তাপমাত্রা ১০৮ এবং ঘনত্বের পরিমাণ ১০৮ গ্রাম/বর্গ সেন্টিমিটার হয়, তখন নক্ষত্রের ভিতরে জমে থাকা হিলিয়ামের দহন শুরু হয়। প্রথাবস্থায় হিলিয়াম সংযোজিত হয়ে বেরেলিয়াম-৮ তৈরি করে।
4He + 4He + 92 keV → 8*Be
এরপর বেরিলিয়াম-৮ এর সাথে আরও একটি হিলিয়ামের সাথে যুক্ত হয়ে তৈরি হয় কার্বন-১২ তৈরি করে। এই অবস্থায় হিলিয়াম ঝলক (helium flash)- এর সৃষ্টি হয়।
4He + 8*Be + 67 keV → 12*C
সব মিলিয়ে চূড়ান্ত বিষয়টি দাঁড়ায়-
34He → 12C + γ + 7.2 MeV
সবচেয়ে বড় নক্ষত্রটির নাম IK Pegasi । এটি একটি প্রধান ধারার নক্ষত্র। বাম পাশের নক্ষত্রটি আমাদের সূর্য। আর এই দুটি তারার নিচে যে ক্ষদ্র তারাটি দেখা যাচ্ছে, এটিই হলো একটি শ্বেত বামন তারা।
হিলিয়াম দহন শেষে নক্ষত্রটি শ্বেত বামন (white dwarf) নক্ষত্রে পরিণত হয়। এই জাতীয় নক্ষত্র আকাশে অনেকটা তুষার-শুভ্র হিসাবে দেখা যায়। এদের ঘনত্ব অত্যন্ত বেশি থাকে।
0 Comments