Ticker

6/recent/ticker-posts

#গ্রহাণু #Asteroid

 #গ্রহাণু

 #Asteroid


#জ্যোতির্বিজ্ঞান 

#পদার্থবিজ্ঞান 

গ্রহ+অণু = গ্রহাণু। ছোটো আকৃতির গ্রহদেরকে গ্রহাণু বলে। এরা সৌরজগতে অবস্থান করে এবং সূর্যকে প্রদক্ষিণ করে। আকৃতিতে অনেক ছোট হওয়ার কারণে এদেরকে খালি চোখে দেখা যায় না তবে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে অস্পষ্ট তারকারাজির মত দেখা যায়। এদের আকৃতি কয়েক মিটার থেকে শুরু করে এত বড় হতে পারে যে এরা নিজেদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ক্ষুদ্রাতিক্ষুদ্র গ্রহাণুদেরকে চাঁদ হিসেবে আটকে রাখতে পারে, যেভাবে আমাদের চাঁদ প্রদক্ষিণ করছে পৃথিবীকে। তবে এদের মাধ্যাকর্ষণ বল যথেষ্ট শক্তিশালী না হওয়ার কারণে এরা গ্রহগুলোর মত গোলাকৃতি ধারণ করতে পারে না, বরং অনিয়মিত আকৃতিরই রয়ে যায়। এদের কোন বায়ুমণ্ডল থাকে না এবং ভূতাত্ত্বিক ভাবেও এরা সক্রিয় নয়। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী সৃষ্টির প্রাক্কালে মঙ্গল গ্রহের (Mars) প্রায় সমান আকৃতির অপর এক গ্রহাণুর (এই প্রস্তাবিত গ্রহাণুর নাম দেয়া হয়েছে Theia) সংঘর্ষে পৃথিবীর বড় একটা অংশ ছিটকে পড়ে আর সৃষ্টি হয় আমাদের চাঁদ (Moon)

Post a Comment

0 Comments