Ticker

6/recent/ticker-posts

উল্কা

 #উল্কা


#poweredbyjakaria 

 #Meteoroid

#জ্যোতির্বিজ্ঞান 

#পদার্থবিজ্ঞান 

উল্কা বা Meteoroids আসলে ধূমকেতু আর গ্রহাণুর খণ্ডাবশেষ। মহাকাশে ছুটে বেড়াচ্ছে এই শিলা বা ধাতব পদার্থগুলো। এদের ব্যাস ধূলিকণার সমান থেকে এক মিটার সমান পর্যন্ত হতে পারে। যখন এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, তখন এদের গতি থাকে ঘণ্টায় ৭০ হাজার কিলোমিটারেরও বেশি। প্রচণ্ড গতি আর বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে এরা অত্যন্ত উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে, আর তার গতি পথে একটা আগুনের ধারা তৈরি করে। এদেরকে উল্কা বা Meteoroid বলে। রাতের আকাশে ছুটে চলা উল্কার কণাগুলোকে অনেকে Shooting Star ও বলে। আসলে এগুলো মোটেও নক্ষত্র নয়।


ছোট উল্কাগুলো চোখে পড়ার আগেই দুই-এক সেকেন্ডের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু অপেক্ষাকৃত বড় উল্কাগুলো আরও অনেকক্ষণ ধরে জ্বলে এবং দেখতেও অত্যন্ত উজ্জ্বল হয়। অত্যাধিক উজ্জ্বল উল্কাগুলোকে বলা হয় Fireballs. কিছু Fireballs এত উজ্জ্বল হয় যে দিনের আলোতেও তাদের উপস্থিতি দৃশ্যমান হয়। বড় আকৃতির কিছু Fireballs পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের ভিতরের (Core) অংশে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং এক সময় বিষ্ফোরিত হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এরা শূন্যে থাকা অবস্থায়ই পুড়ে ছাই হয়ে যায়।

Post a Comment

0 Comments