Ticker

6/recent/ticker-posts

ফেহলিংদ্রবণ #রসায়ন

 #রসায়ন 

#ফেহলিংদ্রবণঃ সমআয়তনের CuSO₄ এর জলীয় দ্রবণ ও ক্ষারীয় সোডিয়াম পটাসিয়াম টারটারেট(NaKC₄H₄O₆ ) দ্রবণ মিশ্রিত করলে যে নীল বর্ণের দ্রবণ তৈরি হয় তাকে ফেহলিং দ্রবণ বলে।

CuSO₄ + NaOH➡Na₂SO₄ + Cu(OH)₂

Cu(OH)₂ + NaKC₄H₄O₆➡Cu₂(C₄H₄O₆).Cu(OH)₂ + NaOH + KOH

ফেহলিং দ্রবণও অ্যালডিহাইডকে জারিত করতে পারে কিন্তু কিটোনকে পারে না।

HCHO+ Cu(OH)₂ + NaOH➡Cu₂O⬇ + HCOONa + H₂O

Post a Comment

0 Comments